Showing posts with label অমল ভট্টাচার্য্য. Show all posts
Showing posts with label অমল ভট্টাচার্য্য. Show all posts

Saturday, October 15

অমল ভট্টাচার্য্য

 ওরাই দুর্গা


শরতে মাঠে কাশফুল হাসে,
আমার দুর্গার কোলে ছোট্ট শিশু আঙুল চোষে।

শরতের পূর্ণিমায় রাতের
 আকাশে জ্যোৎস্নার খনি
আমার দুর্গা চক্ হাতে
 ক্লাশের ঐ দিদিমনি।

শরতের সকালে শিশির ভেজা মেদিনী, 
আমার দুর্গা থালা হাতে পথের ভিখারিণী।

শরতের আকাশে সাদা মেঘের ভেলা,
আমার দুর্গা কচি কচি পায়ে নৃত্যরতা বেলা।

পুজো পুজো গন্ধ শরতের সবুজ বনে,
আমার দুর্গা চাষের জমিতে ধান বোনে।

প্রসাদের থালায় বসে শরতের অলি,
আমার দুর্গা হচ্ছে পণের বলি।

শরতের উৎসবে গরিব কিংবা ধনী 
 একটু ভালোমন্দ খায়,
আমার দুর্গারা ল্যাম্প পোস্টের 
খোলা তারে 
তড়িদাহত হয়ে মারা যায়। 

শরতের নানা রূপ, ভরা নানা গন্ধে,
আমার দুর্গা আছে সমাজে
 নানা রূপে নানা সুগন্ধে।

Sunday, December 4

সাজিয়ে নাও স্বপ্নকে

অমল ভট্টাচার্য্য
--------------------------------

আজকাল স্বপ্নের রঙগুলো ফ্যাকাসে হয়ে গেছে ,
স্বপ্নেরা হয়েছে স্যাঁতসেঁতে  আবৃত জালে ,
ওদের আজকাল পারিনা উপলব্ধি করতে,
মনে হয় স্বপ্নেরা যেন পচে গেছে ,
স্বপ্নগুলো প্রতিরাতে ছড়ায় গন্ধ স্যাঁতসেঁতে !

আগে স্বপ্নে পেতাম মাটির সোঁদা গন্ধ ,
আজ সে সব অজানা গন্ধ হয়েছে বন্ধ !
স্বপ্ন ভরে থাকে বেকারের হাহাকারে,
স্বপ্ন ভরে থাকে ক্ষুধার্ত শিশুর চিতকারে,
স্বপ্ন ভরে থাকে অনাথের আর্তনাদে,
স্বপ্ন ভরে থাকে ধর্ষিতার কান্নাতে,
স্বপ্ন ভরে থাকে নববধূর চিতার গন্ধে,
আমার স্বপ্ন ভরে থাকে অপবিত্র আঁশটে গন্ধে  !

আমার বয়স হয়েছে,
স্বপ্ন দেখার সময় শেষের পথে !
যারা থাকবে সুন্দর এ পৃথিবীতে,
সাজিয়ে নিক স্বপ্নগুলোকে দেখার মতো করে !