Showing posts with label দুলাল কাটারী. Show all posts
Showing posts with label দুলাল কাটারী. Show all posts

Sunday, October 23

দুলাল কাটারী


নীলচে সময়

সেদিনের ঝড় অসম্পূর্ণ ভাবেই থেমে যাওয়ার পর,
আকাশটা খুব গম্ভীর হয়ে ছিলো কয়েক দিন। 
 পরের দু'তিন দিন তুমি আমার চোখে চোখ রাখো নি। 
তবে দূর থেকে যে আমাকে দেখতে, সেটা লক্ষ্য করেছি কয়েক বার। 
আমি ওই কয়েক দিন ধরে ইতিহাস পড়েছি খুব;
কালো ইতিহাস গুলো।
 ইতিহাস তো কালোই হয়!

Sunday, October 16

দুলাল কাটারী

তবুও,মনে মনে কত্ত ফাঁকি!
             

সকল'ই পুলকে মেঘের পালকে রূপের আলোকে
 ওহে সখা মোর!
জীবন নদীর তীরে কবে যে ধীরে ধীরে এলো
 শুধু তুমি তুমি স্বর।

তোমার'ই অনুভবে শয়নে স্বপনে সবে 
গানে গানে শুধু ডাকি,
আমার ভুবন হয়ে হৃদমাঝারে রয়ে
 তবুও, মনে মনে কত্ত  ফাঁকি!
 
কেন তবে মিছে মায়া হরিণীর পিছে 
ধেয়ে ধেয়ে ঘোরে প্রাণ,
পশ্চিম আকাশে হিমেল বাতাসে ভাসে 
বেলা শেষের'ই গান।
 
যে হয় প্রেমে মাতাল কে ধরে তার হাল 
বলো হে দয়াল!
গড়াগড়ি যাই হাবুডুবু খাই বাঁচি কী মরি 
সব তোমার'ই খেয়াল!

পাষাণ মনের দ্বারে করাঘাত বারেবার।
 একটি বারের তরে তাকিয়ে প্রেমদৃষ্টে 
বক্ষে জড়িয়ে আষ্টেপৃষ্ঠে,
করো কৃপা,শোনো অনুরোধ তার।