Showing posts with label সৌমেন্দ্র দত্ত ভৌমিক. Show all posts
Showing posts with label সৌমেন্দ্র দত্ত ভৌমিক. Show all posts

Saturday, October 29

সৌমেন্দ্র দত্ত ভৌমিক



মুখর মুখোটি 





মুখোটি–তারপরও মুখোটি – সংখ্যাতীত !

অবসাদ গণনাকারীর কণ্ঠহার। 

কেউ বলে, ঐ কর্ম কুকাজ 

কখনো শুনি, কাজটি বিরক্ত প্রহার। 

গণনার ভার অতএব বাহার 

শৌখিনতায় ঢাকা পাঁক। 

কিন্তু পাঁকেও ফোটে পদ্ম –

              বিস্ময়ে তাক !

এই পাঁক- পদ্মে গায়ত্রী মন্ত্র জাগে ,

          সুরাহার তুরীয় মুখটা ভাসে। 

মুখোটির মুখরতায় মুগ্ধতা হাসে 

           সংখ্যালঘুরা রুদ্ধ  বাক।