Monday, November 14

কনক লতা দাস


রূপসী গ্রামবাংলা


কী অপরূপ সৌন্দর্য্যের আভরণ মাগো তোমার প্রকৃতি

ষড় ঋতুর অলীক মায়ায় বয়ে আনে সুকীর্তি।

পদ্মা মেঘনার কুলকুল ধ্বনি মিঠা পানির মাছ
বনজ ঔষধি কতই মনোহর সারি সারি তার গাছ।

ঋতু আবর্তে প্রকৃতির শোভা লাগে কত বিচিত্র
সোনার ধান রকমারি চৈতালি স্নেহময় হরিৎ ক্ষেত্র।

পল্লী রমনী জলকে চলে ঘুঙুর পায়ে ছন্দ
কৃষাণ মাঠে ফসল কাটে গান গাহে মৃদুমন্দ।

আম কাঁঠালের ঘ্রাণে মাতে মহুয়া মাদল বায়
সোনালী আঁশে সারাটা পাড়ায় আড় জুড়েছে গাঁয়।

কালবৈশাখী, আষাঢ়ী বাদল, শরৎ কিংবা হেমন্ত
কোকিলের শিসে পরাণ কাড়ে পলাশ রাঙা বসন্ত।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।