Saturday, December 3

ইতিহাস হয় সময়


দেবব্রত সরকার


শ্রদ্ধা করতে মন চায় মন চায় শ্রদ্ধা করতেই
আপনার জন্য গাল পেতে আহ্বান করি আর্শীবাদ
আপনার জন্য কলম তুলেদিই ইসাকপনের টেক্কা
তাসের ঘর কে সাজিয়ে তুলে জীবন্ত সংসারঘর
সময় এখন ইতিহাস ইতিহাস
 এখন পঞ্চাশ গড় আয়ু ভারতীয়র মতই
তারপর!
তারপর কোন এক নতুন যুদ্ধ সময় বাঁচানোর
প্রেম করে সহবাস করা
যার সাথে সেও কতটা পথ হাঁটে দেখবে সময়
অপেক্ষার দূরত্ব এঁকে রোজনামচায়
ঘর সাজিয়েছে আমার প্রেমিকা
তাকে বেশ লাগছে
আমার সুখের কান্নায় এটা মেয়েরাই পারে !
পারে মেয়েরাই !
যখন কলম রেখে মানুষ হই
তখন ভাবি মেয়েরা আসল হীরের মর্যদায় বোঝেনা
কারণ ওই হীরেটা যমকালো কয়লার ভেতর
দীর্ঘ সময় ধরে থেকে উজ্জ্বলতা ঢেকে রাখে
ঢেকে রাখা সময়,
কখন গড় আয়ুতে হেঁটে যায়
চশমার কাঁচ মুছে ভুল স্বীকার করে খমা চায় আদুরে হৃদয়া
আর চিত্রগুপ্ত পৃষ্ঠা উল্টোয় যমরাজের করা
নির্দেশে শাস্তির প্রোহর গুনে ইতিহাস হয় সময়
যে সময়ের গল্প শুনে ইতিহাস হয়না
ইতিহাস গেঁথে রাখে তাকে শ্রদ্ধা করে
গাল পেতে আহ্বান করি আর্শীবাদের !

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।