Wednesday, November 9

গৌরাঙ্গ দেব সরদার







মুক্তি 


সম্পর্ক কে তুমি টুকরো টুকরো করে 
ভেবেছিলে এবার থাকবে সত্যি সুখে... 
নিঃশব্দ কে তুমি জাপ্টে নিয়েছো তাই 
বসে আছো দেখো মৃত অনুভূতির স্তুপে!

ভালোবাসাকে মিছে বন্ধন ভেবে ছিলে 
আসলে তা না ;উৎসরিত আলো... 
হৃদয়ে ক্ষণিক দেখো না সূর্য রেখে 
কতোটা পুড়েছো ?অক্ষত কী কী  ছিলো! 

আকাশের নেশা আমারও  ভীষণ জানো 
তোমাকে মেঘেতে মুক্তি দিয়েছি তাই 
মাটিতে গোপনে বৃষ্টি ঢাললে অঝোর... 
বৃষ্টিতে তবু  তোমাকেই ছুঁয়ে যাই !

হৃদয় প্রবাহ বহতা নদীর জল 
গেঁথে গেঁথে ঢেউ আস্ত জীবন আঁকে 
মুক্তির ফেনা ওষ্ঠে জমতে দিলে 
তটভূমি ভাঙে বানভাসী বিশ্বাসে !

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।