Saturday, December 24

চম্পা রায়



সোনামণি


সকাল হলে হারিয়ে যেন
কোথায় চলে যায়
ডাকলে পরেও দেয় না ধরা
শুধু লুকিয়ে বেড়ায়।

আয়রে আমার ফুক ফুকি টা
কত করে ডাকি
টগবগিয়ে তাকিয়ে থেকে
একটু দেয় যে উঁকি।

আয়রে সোনা চাঁদের তণা
ময়না পাখি আমার
এত বলি ভালোবাসি কত
মন ভরে না বিড়াল ছানার।

প্রজাপতি ধরে বেড়ায়
ফড়িং ধরে মেতে
ইঁদুর খোঁজে কোথায় যেন
গর্তে ওত পেতে।

ফুকফুকি তুই সোনা মনা
কত ডাকি তোরে
আদর দিয়ে ঘুম পাড়িয়ে
রাখবো বুকে ধরে।

মাছ ভাজাটি দেবো তুলে
তোর মুখে যে আমি
এক বাটি দুধ তোকে দেবো
আয়না সোনা মনি।

3 comments:

লেখা পড়ুন এবং মতামত জানান ।