Tuesday, November 15

প্রদীপ ভট্টাচার্য ( বাংলাদেশ )



জন্ম যার কান্নায়


দূরে ঐ আতুড় ঘরে গোঙ্গানি যেন কার
ভেসে আসে অসহ‍্য যন্ত্রণার শব্দ কানে
থামে একদা কার আগমনে জানিনে
তবে শুনেছি একটি শিশুর কান্না অঝোর।

আমি দেখি রাত ও দিনের গোলাপ ঘড়ি
কেবল কাঁটা আর দুঃখের অসমাপ্ত বছর
গুনে গুনে শেষ হয় অবিনাশি কান্নায় দেখি
প্রথম ভালবাসার পরিণতি শেষ কান্নার।

ভাষাহীন শিশুটি কান্নায় বলে এই ম‍্যাজিক শহরে
দুখের ভেতরে সুখকে ডাকেসুখ দুঃখের ভেতরে।

1 comment:

  1. ভাল লাগল, গহীন ঘরে শিশুর আর্তনাদ নতুন জীবন যেন তার অনুসঙ্গ

    ReplyDelete

লেখা পড়ুন এবং মতামত জানান ।