Thursday, October 20

সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী



মায়ের অনুসারী



মায়ের হাতে, বইয়ের বোঝা
সকাল থেকে সন্ধ‍্যে।
আমি ভাবতাম, কী যে করে
কলম, খাতার মধ‍্যে।

ঘরে আছে, মস্ত পোর্টমান
বইয়ে ঠাসা বাঁধা।
ছুটির দিনে, মায়ের চাপে
গল্প পাঠে, কাঁদা।

অবাক হয়ে, থাকতাম চেয়ে
প্রশ্ন আসে চিত্তে।
কেমনে মেটাও, কাজের পাহাড়!
যেন মনে হয় মিথ্যে।

সকাল থেকে, একা হাতে
দুদিক যে সামলাতে।
ঘড়ির সাথে, তাল মিলিয়ে
বসতে লিখতে রাতে।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।