Saturday, December 3

নিষিদ্ধ বলয়


 কালের ক্যামেরাম্যান

       ____________________
না-বলা সত্যিটা, মনের কোণায় হাসে
দ্বিধার সমাপ্তি খুঁজে ফিরে মন
জন্মেছি যেহেতু, শিকল পড়েই ভবে
সতর্ক পাহারা কেন মিছে পণ।
বেবাক শিখায়, দুর্বোধ্য ধরার বুকে
শিক্ষার সূচনা নেই যেন শেষ
মঙ্গল সাধিতে, নতুন বিধান রেখে
না-এর সাগরে দিন কাটে বেশ।

এটা-না ওটা-না, শ্রবণে মগজ দোলে
মাথার ভেতর যেন মহা জট
বিধির নিষেধ, বিশদ হিসাব চোকে
নিষিদ্ধ অতলে ছুটে যায় খট।
আগ্রহ অনেক, বেড়েই চলেছে শুধু
হৃদয়ে তৃপ্তির যত লেনা দেনা
না-হয় যাচাই করিব এবার তবু
হোকনা হাজার, ভ্রম, পাপ কেনা।
বর্ধিত অতৃপ্তি, নিষেধ যখন  আসে
জেনেও হৃদয় স্বাদ নিতে চায়
যতই বারণ, ততই কামনা ভাসে
সমস্ত সাধনা ছুটে চলে বায়।

[মূল নাম - আব্দুল্লাহ ]


No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।