Wednesday, October 19

নিখিল বিশ্বাস

তুমি এলে সব হবে


তুমি এলে সব হবে, 
তার আগে কিসসু হবেনা।

গনগনে দুপুর, 
তুমি এলে তুমুল বৃষ্টি হবে 
এলোমেলো হওয়া, পাতার কাঁপন, 
তুমি ভিজবে, আমি ভিজবো, আমাদের মাঠ ঘাট ভিজে উর্বর হবে, 
লাঙ্গল চালাবো, 
আগাছা উপড়ে ফেলে পুঁতে দেবো বীজ।

তুমি এলে সব হবে, 
তার আগে কিসসু হবে না।

ঘুটঘুটে অন্ধকার, তুমি এলে আকাশে ঝলমলে চাঁদ  
তারারা মিটমিট তাকাবে তোমার দিকে জোনাকীরা চাইবে ছুঁতে , 
রাত্পাখি ডাক দেবে ইশারায়, 
আমার ঈর্ষা হলে আমরা ডুব দেবো ঘরে, ধবধবে বিছানা বালিশ এলোমেলো হবে, খুনসুটি হবে, বুকের গহ্বর খুঁজে আমরা আনবো নুতন পৃথিবী।

তুমি এলে সব হবে,
তার আগে কিসসু হবে না।।

1 comment:

  1. খুব ভালো লেখা। কবি ও সম্পাদকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।।

    ReplyDelete

লেখা পড়ুন এবং মতামত জানান ।