Saturday, December 3

সবুজ ঘাস


রকি মিত্র


ওরে সবুজ ঘাস,
কতবার তোকে মারিয়ে চলে গেছি
কতবার আমার এই পা তোর বুকে লাথি মেরে-
তারপর একবার চেয়েও দেখেনি।
অথচ তুই আবার দাঁড়িয়ে গেলি!
এই তো সেদিন,



                    একদল ক্ষুধার্ত পশু,
   হামলে পড়লো তোর উপর,
নিরুপায় হয়ে তুই শুধু দেখিই গেলি,
কিছুক্ষণ সব চুপচাপ-
অথচ তুই আবার দাঁড়িয়ে পড়লি!
পড়ে থাকিস তো রাস্তার দুধারে,
অথচ তোর এতো ঔদ্ধত্য,এতো অহংকার।
ওরে সবুজ ঘাস,
এতো সাহস কার থেকে পাস?
জানিস,

         মাঝে মাঝে আমারও ইচ্ছে হয়,
তোর মতন দাঁড়িয়ে থাকতে।
সোজা,মেরুদন্ড শক্ত করে দাঁড়িয়ে থাকতে,
বিকেলবেলা জানালার ধারে যখন কাটেনা সময়,
তখন আমারও মনে মনে ঘাস হতে ইচ্ছে হয়।
                                           

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।