Thursday, October 20

অংশুদেব





রাত বারোটার বৃষ্টি  
 

মেরুদন্ড ভেঙে যাচ্ছে আমার
          হৈ চৈ বন্ধ করো
                রাত বারোটা 
                কড়া নাড়ছে কে ?
ভেতরে আমি কি সবটা আছি ?
                কাটা মাছ , ঝোলানো পশু
 ভাগা দরে বিকিয়ে যাবার যুগ শেষ হয়ে গেছে ।
গোটা আর কেউ নেই ,খন্ড খন্ড, শিমুল তুলো
বাতাস এখন আর ভার মুক্ত নয় ।ইথার তরঙ্গে
তোমার আমার মহাকাব্য কথা শুকিয়ে চূর্ণ চূর্ণ
মাত্র একটা কণায় দুটো জীবন
                          জড়িয়ে
                           ছাড়া ছাড়া
                            অনেক বসন্ত
অবিরাম বৃষ্টি - নারীর বুকে কামনার মেঘ জড়িয়ে।
নালা বেয়ে ভেসে যায় ভালোবাসা , অপূর্ণ কথা
                           রাত বারোটা
                           বৃষ্টি পড়ছে অবিরাম
                           কড়া নাড়ছে কে?
দরজার এপারে ওপারে একটাই দরজা
অথচ  অপেক্ষার নীল ভোরে অন্তহীন পথে
পথ খুঁজি - দরজা খোলো , ভেতরে যাব 
গাছ হবো ,আবার বাতাসে দেব ডানা মেলে।
প্রিয়তমা তোমার গর্ভ অণুতে ধারণ করো
পৃথিবীর পাপ পূণ্য এক করে আমি জন্ম নেব ।
           

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।