Tuesday, October 25

আভা সরকার মন্ডল


রুমাল


ভেজা ঠোঁটের স্নিগ্ধতা আর উষ্ণ হৃদয়ের ঘ্রাণে
তোমাকেই জড়াতে চেয়ে
রুমালের ঠিক মাঝখানে বুনেছি অপেক্ষার সুতো---

অবসর চুরি করা শীত-রোদ
ছেড়ে গেছে উম্ --- বুননের ফাঁকে ফাঁকে 
স্ফুট অস্ফুট ‌হাজারো শব্দে ক্লান্ত হয়েছে দুপুর
শুধু দূরত্ব বজায় রেখেছে আকাঙ্ক্ষিত কিছু কথা--

হয়তো বা অপেক্ষার আয়ূ পেরিয়ে গেছে হাজার বছর
আমার এগোনো হয়নি আর আড়ষ্টতা ঠেলে,
ইচ্ছে করেই তবু কেন জানি
সে রুমাল আমি 
তোমার-ই দুয়ারে এসেছি ফেলে ।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।