Wednesday, November 16

উপকূল

সোনালী দত্ত


উপকূল ডুবে যায় অন্ধকারে, সমুদ্র হাসে
ঢেউ  এর সফেন দেহ ভরে যায় চাঁদের সুবাসে
পায়ের চিণ্হ বুকে বয়ে চলে সাদা বালিয়াড়ি
প্রান্তর পার হয়ে ছড়িয়েছে জ্যোৎস্নার সারি

বেতাল বাতাস ছোটে, হাতে নিয়ে খোলা তলোয়ার
বিমনা পথিক আজ সে হাওয়ার প্রথম শিকার
কাঁটা ঝোপে লেগে থাকে আলেয়ার টুকরো আবেশ
অন্তত এই রাতে উপকূল পরীদের দেশ

চাঁদ সদাগর ব'সে বজরার পাটাতন ঘেঁষে
বিধাতা রয়েছে চেয়ে তার দিকে স্থির অনিমেষে
মৃতেরা ভাসছে জলে আর ভেসে যায় ইতিহাস
মাতাল চন্দ্রালোকে বেসামাল শীতের আকাশ

কোথায় কে কূল ছোঁবে, সে খবর কারও নেই জানা
কেবল ছলাৎছল খুঁজে চলে ঘরের ঠিকানা
         


No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।