Thursday, October 20

বিশ্বনাথ লাহা


বার্ধক্য


ইদানিং শরীর থেকে বেরিয়ে আসছে 
আরও একটা শরীর 
মন থেকে মন 
কিংবা চোখ থেকে সটান বেরিয়ে আপাদমস্তক খুঁটিয়ে দেখছেন যিনি 
তাঁর সব অক্ষিগোলক তো আমারই ! 
যুবতী রোদে বিশ্বাসের পাতা সব তামাটে হয়ে গেলে 
জলপ্রপাত অথবা অশ্রুপাতেও ... কেউ তো ফেরে না 
তবুও খোঁজাখুঁজি চলে ... এফ আই আর , স্যোশাল মিডিয়া , মর্গের দরজাও দেখা হয়ে যায় ! 
হারানো জিনিসের প্রতি কতো মায়া শেঁকড়ের অভিমুখ মুহূর্মুহূ বদলায় 
জানালায় উঁকি দেয় কতো সব প্রিয় প্রিয় মুখ 
আকাঙ্খার বহুতলে আলো চাপা পড়ে গেলে কি করে বাঁচবো , আর বাঁচাবো বলো ! 
তবুও যেনো ... চলে যাও বলো না 
বয়সের ভারে এ শরীরে বার্ধক্য এলে 
                      ইদানিং মৃত্যুও ফিরিয়ে দেয় ।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।