Wednesday, October 12

সুকুমার সরকার




কাক চরিত্র 


কবি হতে চেয়েছিলাম হয়ে গেছি কাক
ভোরের সূর্য দেখে চিৎকার করে বলে উঠি
এই বুঝি এক্ষুণি ধ্বংস হবে পৃথিবী !

প্রতিদিন পৃথিবী ধ্বংস হয় না 
তবু কেন জানি না 
আমার মস্তিষ্কে প্রতিদিন 
কী যেন সংকেত খেলে যায় 
গনগনে আগুনের সূর্য দেখলেই 
চিৎকার করে বলে উঠি
এই বুঝি এক্ষুণি ধ্বংস হবে পৃথিবী !

পৃথিবীর শৈশব এখন !
কাক চরিত্রে আমার মস্তিষ্কে 
যতই ধ্বংসের সংকেত খেলে যাক
পৃথিবী ধ্বংস হবে না এক্ষুণি !
ইথারে ছড়ানো সৃষ্টির বীজ 
প্রতিদিন বাজবে শঙ্খ পাঞ্চজন্য
প্রতিদিন গনগনে আগুনের সূর্যের পরে 
প্রতিদিন সমুদ্রের তলদেশে থেকে জেগে উঠবে 
প্রতিদিনের এক নোতুন পৃথিবী !

***


মৃত্তিকা মন 


চারিদিকে ভেসে ভেসে বেড়াচ্ছে 
এত সব বিলাসী মেঘ
কেউ এক ফোঁটা বৃষ্টি দেয় না ।

পলল মৃত্তিকা মন আমার
চেয়ে আছি বারিধির পানে
ও আমার মেঘের নারী
সিক্ত করো আমার পর্ণ কুটির !

বহুকাল তপ্ত এ মাটি 
বসে আছি মায়ের ছিন্ন আঁচল পেতে
সিক্ত করো মা ও মাটিকে আমার 
এক জনমের পর তোমাকেও মা বলে ডাকবো !

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।