Saturday, December 3

হেমন্তের ঘ্রাণ


সন্দীপ বন্দোপাধ্যায়


কুয়াশার হিমেল চাদর জড়িয়ে হেমন্ত এসেছে পৃথিবীর বুকে ।
সোনালী ধানের গন্ধে ভরেছে চারদিক !
নরম ঘাসের ডগায় কখন যেন নিঝুম রাতের অশ্রূ টলমল মুক্তো হয়ে ঝরে পড়েছে !
মাঠজোড়া সবুজ ধানের দোলাতেও যেন তারই অভিবাদন ।

পূবদিগন্তে সোনার থালার আবির্ভাবে পুলকিত সবুজ বনানীর সারি !
কানানদীর কমে আসা জলের ঢেউয়ে দুলতে থাকা কচুরীপানাও যেন খবর পেয়েছে হেমন্তের ।
ঘাসফড়িংয়ের পাল মেতে উঠেছে প্রথম আলোর স্পর্শে ।
বনের ধারে আজন্ম বাসা বেঁধে থাকা তিতিরের দলও নেমে এসেছে মাটির বুকে ,
শুকিয়ে আসা পদ্মের কুঁড়ি এখনো ধরে রেখেছে রাতের পরশ ।
রাতজাগা কিশোরীর দুচোখে এখনো স্বপ্নের ছোঁয়া ,
সবুজ টিয়ার সারিও আমন্ত্রণ পেয়েছে সোনার ধানের ।
দূর থেকে বয়ে আসা বাতাস সঙ্গী করেছে রাখালিয়া বাঁশিকে ।
রাঙা মাটির পথে একতারাতে গান ধরেছে আপনভোলা বাউল ,
হেমন্ত এসেছে ! হেমন্তের ঘ্রাণ নীরব মুগ্ধতায় ভরেছে পৃথিবীর বুক ।


No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।