Wednesday, November 2

গাজী আজাদ ( বাংলাদেশ )


অনল প্রবাহ


তোমার কারণে হৃদয় এখন 
  বেদনার বালুচর, 
অনল প্রবাহ চলছে সেথায় 
      বিরহের প্রভাকর!
তোমার অনীল বদন দেখতে
     বুকে হাহাকার করে,
চাতক পাখির মত চেয়ে রই
      আঁখিতে ঝর্ণা ঝরে!
বিরহ বেদনা সয় না যাতনা
   বুঝাবো কেমনে সই,
অকূল সাগরে ডুবলো জাহাজ
   নোঙর ফেলি যে কই?
নিরাশার আশা ভালোবাসা সখী
     বুঝলে না তুমি হায়,
পথ চেয়ে আছি তোমার আশাতে
    আর কতো কাল  যায়?
হৃদয় গভীরে দুখের অনল
   জ্বলে দাউ দাউ করে,
অবিরাম জ্বলে দারুণ অনল
       জীবনের প্রান্তরে!


1 comment:

লেখা পড়ুন এবং মতামত জানান ।