Saturday, October 29

কল্যানী ব্যানার্জি


অবাঞ্ছিত

সুর্যের কঠোর তাতে পুড়ে যাওয়া
জীবাশ্ম থেকে জন্ম নেওয়া একটা প্রাণ।

রাস্তার ধারে পড়ে থাকা পাগলিটা,
মা হতে চলেছে।

পড়ে থাকা উলঙ্গ শরীরটা যন্ত্রনায় ছটফট করছে ।
খোলা দুই ঊরুসন্ধির মাঝখান দিয়ে
গল গল করে বয়ে চলেছে রক্তের স্রোত।
খোলা স্তন থেকে পড়ছে ফোঁটা ফোঁটা অমৃত।

কে জানে কোন কামনা তাড়িত জন 
কর্ষণ করে গেছে পড়ে থাকা জমি।
আবার একটা জীবাশ্ম থেকে একটা প্রাণ---
ভরে উঠবে ঝুপড়িগুলো।
তারপর হারিয়ে যাবে রাতের অন্ধকারে
কেউ বা পড়ে থাকবে ঝুপড়ির কোনায়;
কেউ বা খোলা রাস্তায়।
কর্ষিত হতে থাকবে কোনো
অজানা লোভীর হলে বেওয়ারিশ জমির মতোই।

1 comment:

লেখা পড়ুন এবং মতামত জানান ।