Monday, October 24

অনিরুদ্ধ ঘোষাল


রাজা

                 
                         
সেই মানুষটিকে আমি দেখেছি
রাস্তার ধারে জঞ্জালের স্তুপে
জীবন্ত কঙ্কাল রূপে
ব্যাস্ত,
রাশি রাশি জঞ্জালের স্তুপে 
বেছে নেয় তার
প্রতিনিয়ত আহার,সুখ, শান্তি।
নাড়া চারা করে দেখে
ভালো মন্দের বিচার গুলো।

চোখে তার মিঠেল রোদের আভাস
মৃদু হাসি যেন
ঠোঁট থেকে উছলে পড়া আত্মতৃপ্তির নির্ভেজাল প্রকাশ;
না থাকে কোনো শালীনতার মোড়ক
না কৃত্রিমতা,
ব্যাস্ত পৃথিবীর দৈনন্দিন 
জীবনের সাথে সম্পর্কের
পরোয়া করে না।

তবু!
সূর্যাস্তের সাথে পৃথিবীতে 
সন্ধ্যা নামে, তার খবর সে রাখে
পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে
আঁস্তাকুরের মধ্যে। 
আঁস্তাকুরই তার শয়নের ফুলশয্যা  
 তার সবচেয়ে বড় পৃথিবী এই জঞ্জালের স্তুপ।

তথাকথিত সভ্য সমাজে থেকে
কয়েক আলোক বর্ষ দূরে তার আর এক পৃথিবী।

ভোরের সূর্যোদয়; কলকাকলির কলরব কালোবাজারি; রক্তের লড়াই?
চোখে তার বিস্ময়!
সমাজের বিষবাষ্প তার অলীক স্বপ্ন মাত্র,
সেই পৃথিবীতে
সন্দেহ হিংসা বা লোভাতুর দৃষ্টির আঁচ পর্যন্ত পৌঁছায় না।
আগামী পৃথিবীতে বেঁচে থাকতে চায়
দৃষ্টান্ত হয়ে।

খোলা আকাশের নিচে আঁস্তাকুড়ে একছত্র রাজ্যের অধিপতি;
জঞ্জাল প্রাসাদের রাজা;
ভিখারি।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।