Thursday, October 13

উজ্জ্বল দত্ত'র কবিতা

মেঘগুলো ভেসে বেড়ায় আরো গাঢ় নীলে

মনের ঘরে প্রতিনিয়ত যুদ্ধ করে
বারবার হেরে যাই,
আকাশের সমস্ত মেঘ দুচোখে
অথচ কাঁদতে পারিনা !

জীবনের সমস্ত হিসাব নিকাশ
ভালোবাসার ছোট্র একটা গল্প,
অসমাপ্ত রেখেই লিখলে আরো
নতুন একটা কবিতা !

সব পাথর হয়ে গেছে 
আগের মত নেই আর কিছু, 
গোলাপের লাল পাপড়িগুলো 
সেও বর্ণহীন ধূসর! 
স্মৃতির আলপনায়, 
মেঘগুলো ভেসে বেড়ায় 
আরো গাঢ়ো নীলে।

ভালোবাসার কষ্ট
হয়তো ভালো না বাসলে
এক জীবনে তা আবিস্কার করা
সম্ভব হতোনা!

আর কত
আর কত কষ্ট দিবে ?
সমস্ত স্বপ্ন তোমাকে উৎস্বর্গ করলাম
তবু তুমি ভালো থেকো,
তোমার মত করে তোমার ভাবনায়।!!


কোন কথা হবেনা

নিঃশব্দে কাঁটুক অন্ত প্রহর 
ক্ষোভে ফেটে পড়ুক 
নগরের অলিগলি প্রিয় রাজপথ 
যতই রক্তে লাল হউক শহর,
কোন কথা হবেনা। 

ইচ্ছে করলে তুমি 
প্রেমিকার হাতে হাত রেখে, 
ঘুরে আসতে পারো 
অনাদিকাল স্বর্গরাজ্যে 
তাতে কোন আপত্তি নেই,
তবে কোন কথা হবেনা।

শহরের হাইরিচ বিল্ডিংগুলোর মত দাঁড়িয়ে
শুধু চেয়ে চেয়ে দেখবে,
কোন কথা হবেনা 
কোন প্রতিবাদ হবেনা, 
হবেনা কোন মিছিল এ শহরে।

1 comment:

লেখা পড়ুন এবং মতামত জানান ।