Saturday, October 29

উজ্জ্বল দত্ত ( বাংলাদেশ )


এখন আর ভাল লাগে না


কোন কিছুই এখন আর ভাল লাগে না 
অস্থিরতার রঙিন হাওয়া 
বইছে তরঙ্গ নায়ের পাল তোলা বৈঠায়,
বসন্তের হলুদ পাখি বাসন্তীর মনপুরা গান
নিঝুম বেলার সান বাঁধানো উদাসীন পুকুর 
জোৎস্না মাখা স্বপনীল পৃথিবী
এখন আর ভাল লাগে না। 

বিউটি বোডিং থেকে মধুর ক্যান্টিন
বাংলা একাডেমি থেকে পল্টনের জন সমাবেশ 
নাটক পাড়ার নাট্যশিল্পীর মনকাড়া শৈল্পিক অভিনয় 
এখন আর ভাল লাগে না। 

গ্রামের মেঠোপথ বেয়ে হেঁটে চলা
হাতছানি দিয়ে ডাকা সবুজের বৃক্ষ রাজি,
রাখালিয়ার মোহন বাঁশির সুর 
বহমান নদীর স্রোতধারা পূর্বের চোখ জোড়া আলো,
এখন আর ভাল লাগে না। 

মনের মানুষের স্বপ্ন নিয়ে সময় কাটানো উপবাস 
আবেক জড়ানো অর্থহীন ভালবাসার অভিনয়, 
হৃদয়ের দেয়ালে রাঙ্গানো ভনিতা মার্কা সংলাপ 
তোমার কারুকার্জময় সুশ্রী মায়াবী দর্শন, 
এখন আর ভাল লাগে না।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।