Saturday, October 22

উজ্জ্বল দত্ত


তুমি আসবে বলে

তুমি আসবে বলে 
ভোরের  আকাশে সুর্য্য হাসলো ,
ভালোবেসে প্রান খুলে,
পথের ধূলো ক্লান্ত শরীরে 
কুয়াশার হিম গায় তুলে নবজাগরণে !

তুমি আসবে বলে 
সারারাত চাঁদ জেগে ছিল, 
আঁধারে খৈই ফুঁটিয়ে তারাদের মেলায় 
জোনাকিরা শত দলে।

তুমি আসবে বলে
নয়নের কাব্য ধারায়,
সময় চলছে বয়ে সময়ের নিয়মে
প্রজাপতির ডানায়, 
স্বপ্নের রং বুনে। 

কথার ছলে কত কথাই 
যায় যে হারিয়ে,
পাষান পুরের প্রাচীর ভেঙ্গে 
মনের সপ্ত সুরে !!


আজ আর ঝরবে না ভালবাসার বৃষ্টি 


হারিয়ে যাচ্ছে দিনকে দিন 
তোমার হাতে সাজানো,
হরেক রংয়ের 
মিষ্টি মধুর দিনগুলো। 

এখন আর আসেনা ছুটে 
হলুদ খামে পত্র নিয়ে 
ক্লান্ত দুপুরে প্রেম,
দেয়না ডাক আলতো সোহাগ করে 
গোলাপ রাঙা ঠোঁটে। 

যাচ্ছে দিন এমনি করে চলে
অবহেলা আর অভিমানে, 
পুড়ছে ফাল্গুন মনের রৌদ্রে
খা খা করে।

জানি আজ আর ঝরবে না 
ভালবাসার বৃষ্টি,
কারো জন্য
তোমার দুচোখে !


No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।