Sunday, December 4

রাজ-সত্যের লীলা

- অবার্চীন

শোনো মহারাজ, এই বুঝি কাজ!
এই বুঝি সুশাসন?
অলিতে, গলিতে, বেদীতে, গদিতে
বাদর আস্ফালন!
শোনো মহারাজ, দোষ তব নয়-
মূর্খ প্রজার ভুল,
উল্লুক জনে দেবকূল মেনে
সঁপেছে অর্ঘ্য ফুল।
কুকুরের লেজে ঘন্টা বাধিঁয়া
পুরোহিত কর তারে,
মসজিদ ভার দিলে বেসুমার
কাঠ-মোল্লার ঘাড়ে।
মন্ত্র সাধিয়া আয়াতে বাঁধিয়া
অবোধেরে শুষে খায়,
অনুসারী যত, তোমাদেরি মত
বাকিটুকু লুটে যায়।
আহা মহারাজ বুলি তোমাদের
সর্ব মিষ্ট মধু,
প্রজাহিত কর কেঁদে কেঁদে মর
স্বার্থান্বেষী সাধু!
এই ধারে মারো, দোষ ওই ঘাড়ে
মরে তোদের কেউ?
মরিলে কেহ বা, আবদার উঠে
রাজার পুত্র সেও!
মারো পথে ঘাটে মারো ঘরে হাটে
সন্ত্বান তব নয়,
তবু বলি রাজা, মানুষ সে জন,
পিতা আছে নিশ্চয়!
জেনেছো কি কভু, ও মাটির প্রভু
এ লাশের পরিচয়,
তার আশে যে বা ঘরে বসে, তার-
প্রাণে না  যাতন সয়।
প্রজার লহুতে যেই রাজটিকা
লয়েছো ললাটে ভরি,
তার ঋণ শোধ হবে আলবত
আপন লহুতে তোরি।
গণ-আদালতে সস্তা কালিতে
লিখে দিলাম এই রায়,
কাঠগড়ে তুমি, প্রজার আসামী
দেখি কে তা খন্ডায়!
আমারে শুধাও? কি নাম আমার?
কি আমার পরিচয়?
কি জাত, কি পেশা, কোথা বাড়ি ঘর,
মনে বুঝি সংশয়?
এই রাজ্যেই জন্ম আমার
নাম আলী শংকর,
পেশা কবি কহি, জাতে বিদ্রোহী
বঙ্গে আমার ঘর।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।