Saturday, November 5

মোঃ ইউসুফ ( বাংলাদেশ )



 
লাজ শরম 


বদনে আমার সফেদ শাড়ী
নেইকো অন্তর্বাস,
দুষ্ট বৃষ্টি ভিজিয়ে আমায়
করলো সর্বনাশ।

পরনে নেইকো পেন্টি-ছায়া,
লেপ্টে গেছে শাড়ি,
নিজের গতর নিজে দেখেই
লাজে যাচ্ছি মরি।

মরার হাওয়া তোর কিরে নাই
লাজ শরমের বালাই,
আকড়ে ধরিস কেনরে মোরে
ভাবখানা খাই খাই।

গতরে জড়ানো আঁচল টুকুন 
কেড়েই নিতে চাস,
মতলব কিরে জোট বেঁধে কি-
করবি সর্বনাশ?

ভেজা শাড়ী ছিনিয়া আমায়,
করলে দিগম্বর,
জিন্দা লাশের শরীর পাবি
পাবি না অন্তর?

অভাগিনী মুই দ্বিচারিণী নই
আমার কথা ধর,
প্রানের সখার কাছেই যাবো
পথটি সুগম কর।

হৃদয় আমার অনেক আগে
লুটেছে সেই নাগর,
ওর লাগি মুই মরতেও পারি
সেথা মোর অন্তর।

মাখন বদন,এই রুপ যৌবন,
সব কিছু তার তরে,
রাবনের বেশে দাড়িয়ে পথে 
কাঁদাস কেন মোরে।

ঐ-যে ওখানে  ফুল বাগানে
পথ চেয়ে মোর সখা,
দুষ্টুমি তোর করবো প্রকাশ
পেলেই তাহার দেখা।

পাতলা একখান ভেজা ভুষন
তাও যদি নিস কেড়ে,
তার নয়নে দেখিবো কেমনে
লাজেই যাচ্ছি মরে।

ওরে দিবাকর আমায় দোসর
জলদি উদ্ধার কর,
মতলব কিরে তোর দেখতে মোর
মাখন পেলব ধড়।

লুকোচুরি ফেলে উঠনা জ্বলে
ওরে মোর দিননাথ, 
তোর রশ্মির ঝলকে দু'জন
উড়েযাক অকস্মাৎ।

বিজনে দুজনে কামুক নয়নে
কুমারী আমায় পেয়ে,
দুষ্ট খেলায় মেতেছে রাবন
অশনি খায়েশ নিয়ে ।

তমসার ঘোর আন্ধার তোর
আলোকিত করা ফরয,
শক্তি ধর তুই আর্তের ডাকে
সাড়াদেয়া ও গরজ।

রে-দিবাকর তাড়িয়ে নির্ঝর
শুকিয়ে দে-মোর ভুষন,
ভেজা পিন্দন হেরিলে সুজন
লাজে হবে মোর মরন ।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।