Wednesday, October 26

পিঙ্কি ঘোষ



           গোধূলি বেলা
              

গোধূলির শেষ বেলায় নতুনের জন্ম,
পাখিদের নীড়ে ফেরার উপন্যাস
লেখা থাকে রক্তিম আকাশের পাতায়,
রামধনু সবটুকু রঙ আজ দিগন্তকে
উজার করে দিয়েছে তার স্পর্শে।
তুলসী মঞ্চে জ্বলে ওঠে সন্ধ্যা প্রদীপ
বাকি থাকা উপন্যাসের খাতাটা আজও
ভাবে হয়তো কোনো নতুন চরিত্রের
জন্ম হবে পড়ন্ত গোধূলির রক্তিমতায়।
নীড়ে ফেরা পাখিটা আজও সন্ধান
পেল না খরকুটোর অতীত দিন গুলোর,
একটা নীল সন্ধ্যা, একটা কালো রাত্রি-
অনায়াসে এনে দেয় ঐতিহাসিক ভোর,

শুধুমাত্র সম্পর্কটাই হিমঘরে চিরনিদ্রায় শায়িত।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।