Tuesday, October 18

অরুণ কুমার মহাপাত্র


ভালোবাসি... শুধুই ভালোবাসি

 
সবুজ পাহাড়, ঢেউ খেলানো নদী
উথাল পাথাল বৃষ্টি
মন ছুঁয়ে যাওয়া সোনালী অতীত
গুলো ছিল সত্যি কি মিষ্টি
চাওয়া আর পাওয়ার মাঝে আজ
যত অনাসৃষ্টি
ব্যস্ত পৃথিবীর নিয়ম তন্ত্রে আজ নেই
কোন আত্মতুষ্টি
মনের অন্ধকার কানা গলিতে কেবলই
খুঁজে চলা এক আলোর বাতি
আবেগের রুদ্ধ শ্বাসে কাঁপে যখন
ভালোবাসার নীড়
দূরত্ব হতাশা ছেড়ে ছুড়ে ভালোবাসা হয়
আরো নিবিড়
ভালোবাসার রামধনু রঙে রাঙিয়ে
এ পৃথিবী
সব কিছু উপেক্ষা করে এসো না বলি
ভালোবাসি.... শুধুই ভালোবাসি  ।। 

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।