Tuesday, October 18

অজয় চক্রবর্তী


ভালো রাখা
 
   ভালো তো সবাই বাসে ভালো রাখে কয়জন?
  সবাই কথার কথা দিয়ে যায় প্রতিক্ষণ।
  ভালোবাসা সে তো সুখ শুধু ক্ষণিকের লাগি,
  ভালো রাখে জীবনকে স্বার্থ যা সব ত্যাগী।

  আপন হোক না যত থাকে না তো চিরদিন,
  ভালোবাসা দুদিনের ভালো রাখা প্রতিদিন।
  ভালো আর মন্দ এই নিয়ে সব খেলা,
  আজ যেটা ভালোবাসা কাল সেটা অবহেলা।

  ভালো রাখা মনে থাকে বুঝতে না পারে কেউ,
  চিরদিনই যায় বয়ে আঁধারে আলোর ঢেউ।
  মন যদি যায় বুঝে কেউ ভালো রাখছে,
  জীবনে জীবন নিয়ে পাশে পাশে থাকছে।

  সুন্দর জীবনের অনুভূতি লেগে থাকে,
  ভালোলাগা ভালোবাসা সব কিছু পায় যাকে।
  পৃথিবীটা ভালো লাগে মন যদি থাকে ঠিক,
  বাঁচতেও লাগে ভালো জয় করে সব দিক।
  
  ভালোবাসা নয় সে তো মুখে বলা গল্প,
  দায়িত্ব বাদ দিলে দৈর্ঘ্যটা স্বল্প।
  তবুও যে জানে তাকে ভালো রাখে আর কেউ,
  সবথেকে বড় পাওয়া একথাটা জানে সেও।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।