Wednesday, October 19

সৌমেন


ভুলে যাই বলে 



ভুলে যাই বলে ভালো আছি আমি,
ভুলে যাই বলে ভালো আছ তুমি।
ভুলে যাই কত দুঃখ বেদনা,
ভুলে যাই যত ক্ষুব্ধ চেতনা।
ভুলে যাই হারানো চেনা জানা লোক,
ভুলে যাই মনে জমে থাকা শোক।
ভুলে যাই ভালোবেসে এসেছিল কে কাছে,
ভুলে যাই আজি কোথা বা সে আছে।
ভুলে যাই দেওয়ার কত কী যে ছিল,
ভুলে যাই সে কথা কি ভাবে হারালো।
ভুলে যাই জীবনের যত কলরব,
ভুলে যাই বলে ভালো আছি সব।
ভুলে যাই ভালো থাকা কারে কয়,
ভুলে যাই সাহস সদা মনে ভয়।
ভুলে যাই কারা চুরি করে সুখ,
ভুলে যাই বুকে জমে থাকা দুখ।
ভুলে যাই কারা শুষছে রক্ত,
ভুলে যাই বলে তাদেরই ভক্ত।
ভুলে যাই লোটে নারীর সম্মান,
ভুলে যাই পেলে ছিটেফোঁটা দান।
ভুলে যাই শত প্রতারণার কথা,
ভুলে যাই বানাই নির্বাচিত নেতা।
ভুলে যাই ভুলে বারেবারে ঘুরি,
ভুলে যাই কাটে মাখনের ছুরি।
ভুলে যাই বেঁচে আজও মরে আছি,
ভুলে যাই মরে অথবা বেঁচে আছি।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।