Thursday, October 27

পাবলো পিকাসোর


পাবলো পিকাসোর *গুয়ের্নিকা বা গের্নিকা
(গুয়ের্নিকা চিত্রকর্মটির জন্য আমার your story-তে দেখুন) 



 *গুয়ের্নিকাকে বলা হয় পৃথিবীর সর্বকালের সেরা যুদ্ধবিরোধী চিত্রকর্ম। ১৯৩৭ সালে স্পেনের গৃহযুদ্ধের সময়ে গুয়ের্নিকা গ্রামে ঘটে যাওয়া বোমা হামলার বিভীষিকাকে চিত্রিত করেছেন এই ছবিতে। সাড়ে ৩ মিটার লম্বা ও প্রায় ৮ মিটার চওড়া এই ছবিটি তেল রঙে আঁকা। ছবিটির সামনে দাঁড়ালে মনে হবে আপনি নিজে যেন গুয়ের্নিকার সেই ভয়াবহ বোমা বিস্ফোরণের সময়ে ঘটনাস্থলে দাঁড়িয়ে আছেন।* 

 *১৯৩৭ সালের ২৬শে এপ্রিল স্পেনের গুয়ের্নিকা বাস্ক শহরের উপর জার্মানরা আক্রমণ করে বসে। নির্মমভাবে বোমা ফেলে। এর জন্য দায়ী ছিল নাৎসি বাহিনী। ১৯৪০ সালে জার্মানরা প্যারিস দখল করে নিলে একজন নাৎসি অফিসার পিকাসোর স্টুডিও দেখতে আসে। সে গুয়ের্নিকা পেইন্টিংটির সামনে দাঁড়িয়ে অবাক হয়ে পিকাসোকে জিগ্যেস করে, এটা কি আপনার কাজ? পিকাসো বলেন, “না, এটা আপনাদের কাজ।”* 

 *গুয়ের্নিকা নিয়ে যত বই লেখা হয়েছে আধুনিক যুগের আর কোনো চিত্রকর্ম নিয়ে এত বই প্রকাশিত হয়নি। নিঃশন্দেহে গুয়ের্নিকা বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পকর্ম। এতে লুকায়িত সব রহস্য এখনো সম্পূর্ণরূপে উন্মোচিত হয়েছে বলে মনে হয় না। কারণ পিকাসো নিজে থেকে কোনো কিছুই ব্যাখ্যা করে যাননি।

 *তথ্য :* গুগল (Roar  Media) 
  *উপস্থাপন :*
শ্যামল সাহা,আলমবাজার, কলকাতা ৩৫।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।