Tuesday, October 18

চম্পা রায়


শেষটা



হারানোর সুর সদা বেদনা রত
মলিন চোখের জল
কেউ যেন আজ কোথায় মেশে
সদা যৌবনেরই ছল।

মিঠেল রোদের বেলা অবেলায়
সব কলঙ্কিত ছায়া
মিষ্টি পাখির সুর ভজনায়
না পাওয়ার গান গাওয়া।

কোথায় হারায় কোথায় বাড়ায়
কোথায় ভিন্ন জগত
হৃদয় মন্থনেও যেন অভিন্ন
হিংসারই সব স্রোত।

আদিম দিগন্তের মাঝে কত দূর 
কোথা ছিল কি দুর্ভেদ?
গগন চুম্বী নীল আকাশ মিশে
পৃথিবী ছিল অমৃত, বেদ।

আজ কেন যে সব হারিয়ে
কলঙ্ক মাখা ছায়া
আজ কেন যে অন্তরেতে
কেবলই কালো ছায়ার মায়া।

দিগ্বিদিকের নেই সীমানা
নেই তুলনা পিছে
মরীচিকার রাজ্যে বসত
সব যেন এক মিছে।

হাহাকারের রাজ্যে যেন বিকল বিচরণ
দুর্বৃত্ত আর নোংরামিতে বিকট আচরণ
কোথায় গেলে মিলবে সেই সোনার দেশটা
থাকবে মায়া, ভালোবাসা আর অফুরন্ত শেষটা।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।