Saturday, October 15

অমল ভট্টাচার্য্য

 ওরাই দুর্গা


শরতে মাঠে কাশফুল হাসে,
আমার দুর্গার কোলে ছোট্ট শিশু আঙুল চোষে।

শরতের পূর্ণিমায় রাতের
 আকাশে জ্যোৎস্নার খনি
আমার দুর্গা চক্ হাতে
 ক্লাশের ঐ দিদিমনি।

শরতের সকালে শিশির ভেজা মেদিনী, 
আমার দুর্গা থালা হাতে পথের ভিখারিণী।

শরতের আকাশে সাদা মেঘের ভেলা,
আমার দুর্গা কচি কচি পায়ে নৃত্যরতা বেলা।

পুজো পুজো গন্ধ শরতের সবুজ বনে,
আমার দুর্গা চাষের জমিতে ধান বোনে।

প্রসাদের থালায় বসে শরতের অলি,
আমার দুর্গা হচ্ছে পণের বলি।

শরতের উৎসবে গরিব কিংবা ধনী 
 একটু ভালোমন্দ খায়,
আমার দুর্গারা ল্যাম্প পোস্টের 
খোলা তারে 
তড়িদাহত হয়ে মারা যায়। 

শরতের নানা রূপ, ভরা নানা গন্ধে,
আমার দুর্গা আছে সমাজে
 নানা রূপে নানা সুগন্ধে।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।