Wednesday, October 26

স্বপন কুন্ডু



বিদেশ-বিভূঁই
    

ওপারে মেঘ হলে বৃষ্টিরা এপারেই আসে।
এপারের জলচর 
ওপারের স্থির জলে ভাসে।

এপার ডিঙিয়ে যায় নাড়ী কাটা দড়ি।
নন্দিনী এপারেই থাকে। ওপারে রঞ্জন গড়েছে তার
ভালোবাসা-বাড়ি।

মাঝের প্রহরী দেওয়াল 
যেন আকাশ ছুঁই ছুঁই।
দু'পারের কষ্টেরা একজোট হলে, মিলে যাবে দুজনের বিদেশ বিভূঁই।

1 comment:

লেখা পড়ুন এবং মতামত জানান ।