Sunday, October 23

সৌমেন


উলঙ্গিনী


    

সতীত্বের প্রশ্ন মুখে নারী কাঠগড়ায়।
জারি-জুরি বিচারক অঙ্গুলী হেলায়।
ছিঃ! ছিঃ! ধ্বনী ওঠে, করে হায়! হায়!
সমাজ-সংসার ডোবে বুঝি,
পরিত্রাণের পথ খুঁজি,
শিয়ালেরা জিভ চাটে অসতীর গা'য়।
এ মাংস পণ্য হয় বাজারী দুনিয়ায়,
নানান ছলনা ভরা দাঁড়িপাল্লায়।

দেবদাসীর নৃত্য মাঝে, ধর্মগুরু ধর্ম খোঁজে,
সতীত্বের মহিমা গড়ে পুঁথির পাতায়।
এ মহিমা মন-মাঝে, বিশাল শিকড় গাঁথে
বয়ে চলি দিবা-নিশি বংশপরম্পরায়।
নারীর স্বাধীনতা, বৈপ্লবিক কত কথা,
কত-না আঁচড় টানি পাতায় পাতায়।

উলঙ্গ সমাজ মাঝে,খড়্গ হাতে নারী যবে
উলঙ্গিনী কালী হবে-
মহাকাল কেঁদে যাবে পায়ের তলায়।
সেদিনের স্বপ্ন দেখি,পদ-চিহ্ন বুকে আঁকি
কালী সাথে মহাকালের নৃত্য এ ধরায়।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।