Monday, October 24

কান্তীশ মণ্ডল

ভালোবাসাসহ



রাইকিশোরী
কান্তীশ মণ্ডল
রাইকিশোরী শাপলা তোলে ,
কৃষ্ণ  বাজায়  বাঁশি,
রাই কিশোরী আড় চোখে চায় ,
লাজুক মুখে হাসি।

রাইকিশোরী শাপলা নিয়ে 
গাঁয়ের পথে ধায়,
নিলাজ বাঁশি কেবল ডাকে,
পিছন ফিরে চায়!
ইচ্ছে মনে ওইখানেতে 
আবার ফিরে আসি।

রাইকিশোরী বাসন মাজে
রান্না করে ঘরে ,
বাঁশির সুরে মনের মাঝে 
কেমন কেমন করে !
ইচ্ছে করে বলেই ফেলি 
তোমায় ভালোবাসি ।

রাইকিশোরী কৃষ্ণ বলো 
কেউ মথুরার নয় ,
বয়সকালে কৃষ্ণ ও রাই 
সবার মাঝে রয় ,
ওই বয়সে সবাই মোরা 
প্রেমসাগরে  ভাসি ।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।