Sunday, December 4

বন ভোজন

ডাঃ অরুণ কুমার দাস

বনভোজন শেষ করে
মৃত্যুদন্ড নিয়ে বাড়িযাচ্ছে রাত
আমরা যারা অগ্নিস্বাক্ষী হতে এসেছি

সম্ভাবনাময় আগুনের চারপাশে 
ভিক্ষাজীবী - - -

নারীপুরুষ  নির্বিশেষ
জঠরাগ্নী নিভেগেলে জলঢালি
আরো আরো ট্রেন ঢুকেপড়ে
                           লোভ - কাম - ক্রোধ - - -

সহযাত্রী লাস্য ছড়ায়

রুমাল উড়িয়ে আমলকীবনে নতুন সকাল
আবার একদল ভ্রমনার্থী
বনভোজনের আয়োজন করে কাঠ সাজায়

কেউ পোড়ে
কেউ আগুন পোহায়

এ বং

রোদের লাস্য দেখতে দেখতে
এনাটমি বিশেষজ্ঞ দিন
নিত্যসম্ভব ঝর্নার পাশে দু- রকমের ঈশ্বর
সম্ভবত আমার আগের কোন জন্মের আত্মা
গাবাঁচিয়ে চলে যায়

শনিবার রাত গণিতপাঠের আনন্দ বিকোয়
মর্ত্যধামে

যেহেতু আমার মাপের আর একটা আমি
এখনো তেমন নিত্যযাত্রী নই
দৈনন্দিন কুড়িয়ে রাখি জানালার রোদ্দুরে

দূরদর্শীরা অন্তরীক্ষের নাদ শুনছে

আছে আর নেই এর যে কোনদিকে তর্ক
স্বরুপে ফিরি, ফিরতেই হয় -
গাবাঁচানোর দিকে মন
মন ভূ-গোল ব্যকরণ মিলিয়ে বিয়োগান্তক

কন্ঠস্বর তেমন জনান্তিক যেমন - দেশলাই
জ্বালানোর আগের সিগার ।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।