Friday, October 28

এইচ এম শাহীন


জীবন নদী 


বয়ে চলার মাঝে 
শেষ হতে পারে না
এতো কালের গড়িয়ে যাওয়া 
জীবন নদী। 

আমাকে,
আমাকেই তৈরি করে নিতে হবে
শতপথের জীবন যাত্রা 
তা না হলে, অনাকাঙ্ক্ষিতই হবে
জীবন বঞ্চনাই শুধু পাবে।

আমাকে কত আর ঠকাবে
কত আর গুটিয়ে রাখবে 
ছেড়ে দাও না-
দেখাও জগৎময় বিশ্বময়।

শুধু ভুলগুলো শোধরালেই চলবে না
আমাকে নিয়ে যেতে হবে এ যাত্রায়
অসীম উর্ধ্বেতর
সীমাহীন কাঙ্ক্ষিত মাত্রায়।

না না আমাকে বেগ দিয়ে নয়
মসৃণ সবুজ ঘাসের মতো 
দূর্বা ঘাসের শিশির 
নাকের নোলকের মতো।


No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।