Sunday, October 16

দুলাল কাটারী

তবুও,মনে মনে কত্ত ফাঁকি!
             

সকল'ই পুলকে মেঘের পালকে রূপের আলোকে
 ওহে সখা মোর!
জীবন নদীর তীরে কবে যে ধীরে ধীরে এলো
 শুধু তুমি তুমি স্বর।

তোমার'ই অনুভবে শয়নে স্বপনে সবে 
গানে গানে শুধু ডাকি,
আমার ভুবন হয়ে হৃদমাঝারে রয়ে
 তবুও, মনে মনে কত্ত  ফাঁকি!
 
কেন তবে মিছে মায়া হরিণীর পিছে 
ধেয়ে ধেয়ে ঘোরে প্রাণ,
পশ্চিম আকাশে হিমেল বাতাসে ভাসে 
বেলা শেষের'ই গান।
 
যে হয় প্রেমে মাতাল কে ধরে তার হাল 
বলো হে দয়াল!
গড়াগড়ি যাই হাবুডুবু খাই বাঁচি কী মরি 
সব তোমার'ই খেয়াল!

পাষাণ মনের দ্বারে করাঘাত বারেবার।
 একটি বারের তরে তাকিয়ে প্রেমদৃষ্টে 
বক্ষে জড়িয়ে আষ্টেপৃষ্ঠে,
করো কৃপা,শোনো অনুরোধ তার।



No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।