Friday, October 14

সম্পা সাহা (বাংলাদেশ)

প্রতীক্ষার প্রহর


সবাই যখন ঘুমের ঘোরে
আমি তখন একলা জাগে,
সবাই যখন স্বপ্ন দেখে
আমি তখন কবিতা লিখি।।

সবার মাথার কাছে যখন
ঘুমের দেবি বসে থাকে
আমি তখন তোমার কথা
ভেবে ভেবে ডুকরে কাঁদি।।

সবাই যখন যায় গো চলে
ঘুমের ওই ছোট্ট পুরীয়
আমি তখন সযতনে 
তোমার স্মৃতি আগলে রাখি,
আমার মনের ছোট্ট পুরীয়।।

সবার নয়ন যখন ওগো
আপনি মনে মুদিয়ে আসে
আমি তখন তোমার আসার 
আনমনেতে প্রহর গুনি।
শান্ত এই পৃথিবীতে 
আমি তখন নিদ্রা জাগি।।

তোমার আসার প্রতীক্ষাতে
রাতের ওই প্রহর গুনি।।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।