Monday, October 31

অরুণ কুমার মহাপাত্র


রঙছুট মুল্লুকে 


দিনের মতো দিন চলে যায় 
কাঁপছি তবু আশঙ্কাতে
প্রিয় নামের নিঃশ্বাসে মোরা 
ভাঙছি তবু আঘাতে 
ভাঙাচোরা ঐ আকাশটাতে 
সূর্যখানি ডুবছে যেন
চলতি কথার ঐ শব্দপুঞ্জ
হাজার কথা বলছে কেন ?
বদস্বভাব থাকে গুঁড়ি  মেরে 
সুযোগ পেলেই হালুম করে 
এ  ভাই বড়ো বিষম ফাঁদ
শব্দ খোঁড় অকস্মাৎ 
উচ্ছন্নের কী বাজছে গান ?
না কি উজ্জীবনের কে জানি
রঙছুট মুল্লুকে রঙ হারিয়ে 
কেবলই যে ভাই কানাকানি ।

3 comments:

লেখা পড়ুন এবং মতামত জানান ।