Sunday, October 30

তীর্থঙ্কর সুমিত


লতানো কলমিগাছে

লতানো কলমিগাছে
কত স্বপ্ন বিক্রি হয় প্রতিনিয়ত
আকাশের খোঁজে মেঘ হারিয়ে বৃষ্টি আসেনা
চোখের জলে নৌকা ভেসে যায়
অন্যের ঠিকানায়
প্রতিদিন হেঁটে চলেছে কেউ
সমুদ্র হতে সমুদ্র পথে নাবিক দাঁড়িয়ে,
দিক নির্ণয় এক অসমাপ্ত কাহিনী
তবুও প্রতিদিন যুদ্ধ যুদ্ধ খেলা
দর্শন আর দর্পন কখন যেন ফেরারী হয়ে

একটু বৃষ্টি দেবে স্নান করবো ভোরের আকাশে।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।