Monday, November 7

জয়তী দাস




আণবিক 


মাটি কী ডোবাতে পারে ক্ষয়িত অন্ধকার?

ওখানেই ফুঁড়ে ওঠে জীবন্ত লাশ 

সূচকের দোলক কাঁটায় নাচে লব হর.. 

পুষ্পেন রায়





  ষড়যন্ত্র
  


ষড়যন্ত্র করলে কত
ফিসফিসিয়ে কানে কানে
ঠকলে তাতে নিজেই বুঝি
জমিয়ে কালি নিজের মনে।

মনি জামান ( বাংলাদেশ)




কথা দাও বন্ধু

কথা দাও বন্ধু বায়ান্ন থেকে একাত্তর তাজা খুনের রক্তের শপথ করে,ইতিহাস মোড়া বিকৃত ইতিহাস মুছে দিয়ে নতুন ইতিহাস লিখবে তুমি।

উজ্জ্বল দত্ত






ভুল করে ফেলি বারবার 

এখন মনে হচ্ছে 
খুব ভুল করে ফেলেছি,
ঘুড়ির নাটাই সূতো বাঁধা ছিল 
তোমার ঠোঁটের ভাজে অপরূপ কারুকাজে,
দেখতে দেখতে কখন যে হারালাম 
এক্কা দোক্কার কোটে, জানি না......!

Sunday, November 6

অংশুদেব






এই ব্যস্ত হেমন্তে
 

মিঠে রোদের চাদর মুড়ি দিয়ে এক কাপ চা নিয়ে
মনে হল তার দুয়ারে বসন্ত তবু আদিমতা নেই কোথাও!

অরুণ কুমার মহাপাত্র


আমাদের অর্বাচীন সুখ 


আমাদের চারপাশে কত না বৃক্ষছেদন 
কত না বৃক্ষনিধন...
বৃক্ষ থেকে নেমে আসা পাখি সব করে 
আর্ত রব...
ভেঙে পড়ে প্রিয়তম বাসা , করে
বাসা বদল...