Tuesday, October 25

শফিক হাসান

পিচ্ছিল গন্তব্য

সওয়ারি যদি না ঢালে রঙহীন তরল কণা
কীভাবে এগোবে দূরযাত্রার স্বাপ্নিক বাহন
সড়কে লাল পিচ ঢাললে নৌকার কী উপকার
সর্পিল রেলও যদি ছোবলে রটিয়ে দেয় বিপ্লব
অকাল প্লাবন উপকারে আসে না কোথাও
আকাশটাও বড্ড বেরসিক— মেঘবৃষ্টি কম
স্বপ্নের গন্তব্যের মাশুল দিতে হবে নগদান
জল-বলের মিলিত সম্ভারে ছুটবে ক্ষুধার্ত পানসি।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।