Saturday, November 5

রফিকুল্লাহ্_কালবী ( বাংলাদেশ )



নিষিদ্ধ গলি


চাঁদাগাড়ার বিলে সন্ধ্যা নামে
নিজের ছায়াটি ধীরে ধীরে মিলে যায় আঁধারে,
কোথাও কোন আবছায়া নেই-
ঢোলকলমির ঝোপ থেকে বেরিয়ে আসা বনবিড়ালের জ্বলজ্বলে চোখ
ধ্রুবতারার গতিপথ ধরে হাঁটতে চায়,

লিংকন ( বাংলাদেশ )


পতিতা বলবো কারে? 

আমি ওদের পতিতা বলি কেমন করে! 
যারা পেটের জ্বালায় এসেছে এ পথে,
কিংবা এসেছে প্রতারক প্রেমিকের,
লালসা মিটিয়ে যৌনপল্লীতে বিক্রি হয়ে,
কিংবা এসেছে দারিদ্রগ্রস্থ সংসারে,

মনিরুজ্জামান প্রমউখ ( বাংলাদেশ )



বিরহগীতান্তে 

মেঘদূতের পাঁজর ভরে এসেছিলে দক্ষিণা হাওয়ায়। হাওয়ায় মিশেছিলো অপরিমেয় দুঃখভরা গল্পকথা। অবর্ণিত রেখে দিতে চেয়েছিলে বয়ানের পৃষ্ঠাগুলো। একে একে খুলতে হলো সে মহড়া মানুষের জীবন হতে নেয়া সূত্রগুলোর বরাতে। যেভাবে মানুষ

Friday, November 4

অনিরুদ্ধ ঘোষাল



মায়ের ছুটি

         

সারাজীবন ব্যস্ততাতেই গেল
বিরক্তিহীন সদাই মুখে হাসি,
আগলে রাখার মায়ার বাঁধন অটুট
মা জগতের অশুভ শক্তি নাশি।

Wednesday, November 2

প্রমীলা মৈত্র

তুলসীগাছের গুন

তুলসী গাছের অনেক গুন
তুলসীকে আমরা দেবি জ্ঞানে মান‍্য করি।
পাতা দিয়ে পূজা করি নারায়ণের।
তুলসী না  হোলে পূজা হ য়না সম্পূর্ণ।
একটা তুলসীগাছের সব কিছুই প্রয়োজনীয়।

গাজী আজাদ ( বাংলাদেশ )


অনল প্রবাহ


তোমার কারণে হৃদয় এখন 
  বেদনার বালুচর, 
অনল প্রবাহ চলছে সেথায় 
      বিরহের প্রভাকর!
তোমার অনীল বদন দেখতে
     বুকে হাহাকার করে,
চাতক পাখির মত চেয়ে রই
      আঁখিতে ঝর্ণা ঝরে!
বিরহ বেদনা সয় না যাতনা
   বুঝাবো কেমনে সই,
অকূল সাগরে ডুবলো জাহাজ
   নোঙর ফেলি যে কই?
নিরাশার আশা ভালোবাসা সখী
     বুঝলে না তুমি হায়,
পথ চেয়ে আছি তোমার আশাতে
    আর কতো কাল  যায়?
হৃদয় গভীরে দুখের অনল
   জ্বলে দাউ দাউ করে,
অবিরাম জ্বলে দারুণ অনল
       জীবনের প্রান্তরে!