Friday, November 4

অনিরুদ্ধ ঘোষাল



মায়ের ছুটি

         

সারাজীবন ব্যস্ততাতেই গেল
বিরক্তিহীন সদাই মুখে হাসি,
আগলে রাখার মায়ার বাঁধন অটুট
মা জগতের অশুভ শক্তি নাশি।

স্কুলের গন্ডি পার হতে না হতেই
জড়িয়ে গেল সামাজিক বন্ধনে,
বাপেরবাড়ি বিদায় চোখের জলে
আশীর্বাদের প্রহর গুনে গুনে।

যার দস্যিপনায় মুখর ছিল গ্রাম
খেলার ছলে ভাঙতো গাছের ডাল,
সেই মেয়েটা শশুর বাড়ী এসে
যত্নে ধরে পরিবারের  হাল।

সকাল হতেই নানান ফরমাসে
বিরতিহীন সংসারের কাজ,
নিজের জন্য সময় গেল কমে
সৃষ্টি করে সুখে রাখার কোলাজ।

জন্ম নেবে পরিবারের বাতি
সবার প্রাণে আনন্দ উৎসব,
অবকাশ হীন মনের অতল তলে
সরছে মাটি এ কোন অনুভব।

আজ শুভক্ষণ হাসপাতালের বেডে
ছুটিরা তাই নিচ্ছে মজা লুটে,
দেখলো শিশু এই জগতের আলো
জন্মনিলো নাড়ির বাঁধন টুটে।

যন্ত্রনাতে কাতর সারা শরীর
 মুখে হাসি; স্থির হলো চোখ দুটি,
সকল চেষ্টা ব্যর্থ করে শেষে
মা যে নিল চির কালের ছুটি।
           

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।