Wednesday, November 2

প্রমীলা মৈত্র

তুলসীগাছের গুন

তুলসী গাছের অনেক গুন
তুলসীকে আমরা দেবি জ্ঞানে মান‍্য করি।
পাতা দিয়ে পূজা করি নারায়ণের।
তুলসী না  হোলে পূজা হ য়না সম্পূর্ণ।
একটা তুলসীগাছের সব কিছুই প্রয়োজনীয়।
তুলসী পাতার চায়ে জ্বর সর্দি কাশি  নিরাম য় করে।
তুলসী পাতার রসে মধু মিশিয়ে খেলে উপকার হয়।
তুলসী পাতা এ‍্যান্টি ব‍্যাক্টিয়া
কাটা ফাটায় লাগালে রক্ত বন্ধ করে।
মুখে ঘা হোলে সকালবেলায় পাতা চিবিয়ে খেলে সেরে যায়।
তুলসী নানান রকমের হয়।
রাম তুলসী কৃষ্ণ তুলসী  ওবন তুলসী।
তুলসী মঞ্জরী কান্ড পাতা সবই ঔষধি গুন সম্পন্ন।
ডাল দিয়ে তুলসীর মালা তৈরি  করে।
প্রত‍্যেক বাড়িতে তুলসীগাছ লাগায়।
সন্ধ‍্যা বেলায় প্রদীপ ধূপ সহকারে আমরা প্রনাম করি।
তুলসীগাছ দেবী হিসেবে পূজা  করা হয়।






1 comment:

লেখা পড়ুন এবং মতামত জানান ।