Sunday, October 23

অংশুদেব


শেষ নেই শুরু নেই

পথের শেষে পথ শুরু হয়
মনের শেষে মন
ধারণ বুকে তৃষ্ণা যত
বন্ধু আছে গাছের মতো
হাতের মধ্যে হাত, হাতের কথা 
লতানে ভালোবাসা ভগবান বাছে না 
কেবল ছুঁয়ে গেলে রঙিন হয়ে যায় ।
পথের শেষে বাড়ি,বাড়ির মধ্যে ঘর
ঘরের মধ্যে পর ,পরের মধ্যে পর :
দিকচক্রবালে দিগন্ত নেই কারো ।
পরিযায়ী পাখায় পাতা উল্টে উল্টে
যাকে পাবার জন্য হাঁটা - সে ছাড়া ...
যাকে পেলাম মূল্য দিইনি তার - সে ছাড়া...
আমি,আমি ছাড়া এক বিরাট শূন্য
কেন্দ্রে তার এক বিষ্ময় :
আছে আছে কিছু তো আছে ! 
পথের শেষে পথ,জীবনটা এক বৃত্ত।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।