Sunday, October 23

জ্ঞানশংকর মহন্তি


বিঁড়ি



নিস্ব করে নিংড়ে নিয়ে আমাকে ছাড়লে সখী
তোমার স্মৃতির কনিকা খুঁটে রাস্তায় বসে ধুঁকি।

মানছি আমার দৈন‍্য দশা অর্থ-শরীর-মনে।
সেকথা আমায় জালে জড়ানোর আগে ভাবলেনা কেনে?

বিঁড়ি ছাড়তে বল্লেই আমি কিভাবে ছাড়ব বলো?
তোমার আগে-তোমার পরেও বিঁড়ি'ই সঙ্গী হল।

টার নিকোটিন, ক‍্যানসার আর হাজার মারক ভরা?
তুমি কম কিসে, তোমার কৃপাতে বাঁচাই হয়েছে মরা।

সমাজের বিঁড়ি-স্বার্থের বিঁড়ি কাশতে কাশতে টানি
বিষবমি করে মরে যাই যেন--আর পারছিনা আমি।

মোহের গাঁজা-জটার উকুন।ব‍্যাধিগ্রস্ত আমি।
জরার ওষুধ-ক্ষমার ওষুধ বাক্য ধোঁয়ার বমি।

No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।