Friday, October 21

মঈন উদ্দিন মামুন ( বাংলাদেশ )


 প্রিন্ট 



মেটাফিজিক্যাল থ্রিলার যেন ভালবাসার এক ঘর! এই গঠনশৈলীর দেয়াল ভাঙেনি কোনদিন; রাতের নিস্তব্ধতায় হারিয়ে যাই অনন্তলোকে... কোন এক মানচিত্রে আবারও বসতগড়ি। এক সুহাসিনীর গন্তব্য মাড়াতে উদ্বিগ্ন হই মানসপটে বিরামহীন কর্মযজ্ঞের, ব্যস্ত সময় গুলো থেকে কিছুটা- সময় বন্টিত হলে ক্ষতি কী, তাকে ব'লেছিলাম কিন্তু ! নিকষ রাত আমার বাসনা গুলোকে কেড়ে নেয়... ব্লু প্রিন্টে মোড়ানো বিশ্বাস গুলো বহু বছর বন্দি প্রায়; ভর্তুকি দিতে গিয়ে দেখি কালবেলা যেন সমাপ্তির পথে- কতদূর যাব আর কতদূরে তোমার সৌহার্দ্যময় বসত? রংধনুর মতো জীবনের রঙও পাল্টে যায় শত উচ্ছ্বাসে! কালজয়ী স্মৃতি রোমন্থনের এক পূর্বাভাসে নাট্যশালার- স্টুডিও থিয়েটারে পূর্নাঙ্গ জীবনচিত্র বিপন্ন হয়ে যায়... ফেলে আসা এক পরাবাস্তববাদী কবিতার সারমর্মে তুমি; ভুবন বিদারি আত্মনিমগ্নতার ধ্বণিতে ঘুম ভাঙে হঠাৎ ! 


No comments:

Post a Comment

লেখা পড়ুন এবং মতামত জানান ।